লাগামছাড়া মুল্যবৃদ্ধিতে ঘর সংসার সামলাবেন কিভাবে? - Jana Dorkari Bangla

Breaking

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

লাগামছাড়া মুল্যবৃদ্ধিতে ঘর সংসার সামলাবেন কিভাবে?

লাগামছাড়া মুল্যবৃদ্ধির সময় সংসার খরচ সামলানোর উপায়ঃ

আমাদের অতি কর্মব্যাস্ত জীবনে মুল্যবৃদ্ধি নিয়ে চিন্তাভাবনা করার সময়ই থাকেনা। জিনিসপত্র কেনার পরে অথবা মাসের শেষে যখন পকেটে টান পড়ে তখনই আমাদের মুল্যবৃদ্ধির প্রভাব অনুভব করতে পারি। নিত্যপ্রয়জনীয় জিনিসের মুল্য প্রতি অর্থবর্ষে যেন চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। অন্যদিকে জিনিপত্রের দাম বাড়লেও সেই অনুপাতে বেতন বৃদ্ধি অথবা রোজগার বৃদ্ধি না হওয়ার কারণে সংসার সামলানো কঠিন হয়ে গেছে। 

Image source: Freepik.com


এই ব্লগ পোস্টে আমরা আলোচোনা করব  এমন কিছু পদ্ধতি নিয়ে  যেগুলো অনুসরণ করলে হয়ত এই লাগামছাড়া মুল্যবৃদ্ধির মধ্যেও কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। 

(i) বাজেট তৈরী করুনঃ
প্রতি মাসে ঘরের জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করতে যাওয়ার আগে একটি বাজেট তৈরী করুন। আপনি কি কিনবেন এবং তার দাম কত হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত লিখে নিন। শপিং করতে গিয়ে শুধুমাত্র নিজের বাজেটের মধ্যে লেখা জিনিসগুলো কিনুন।

(ii) অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ করুনঃ
শপিং করতে গিয়ে অন্যের দেখাদেখি নিজেকে জাহির করার জন্য আমরা অনেক সময় অতি অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি। যার ফলে মাসের শেষ না হতেই আর্থিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। তাই নিজেকে সংযমের মধ্যে বেঁধে রেখে শপিং করুন।

(iii) বিদ্যুতের খরচ কমানঃ
বাড়িতে যেসব বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যাবহার হচ্ছে না সেগুলির পাওয়ার সাপ্লাই সুইচবোর্ড থেকে বন্ধ রাখুন। দিনের বেলায় বৈদ্যুতিক বাতি কম ব্যাবহার করুন। বিকল্প শক্তি যেমন সোলার পাওয়ার ব্যাবহার করুন।

(iv) পেইড সাবক্রিপশনে লাগাম লাগানঃ
যেসব পেইড ওটিটি অ্যাপ আপনি কম ব্যাবহার করেন সেগুলোর সাবক্রিপশন বন্ধ করুন। পরিবর্তে ফ্রী স্ট্রিমিং দেখুন। যেমন অ্যামাজন এমএক্স প্লেয়ার, জিও সিনেমা, ইউটিউব ইত্যাদি।

(v) জ্বালানি খরচ কম করুনঃ
বাড়ি থেকে কম দূরত্বে কোথাও যেতে হলে হেঁটে অথবা বাইসাইকেলে যাওয়ার অভ্যাস করুন। এটা যেমন পরিবেশবান্ধব, স্বাস্থ্যের পক্ষে উপকারী এবং আপনার মোটরবাইক অথবা গাড়ির জ্বালানি খরচ বাঁচাতে সাহায্য করে।

(vi) স্বাস্থ্যকর জীবনযাপন করুনঃ
বর্তমান সময়ে অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস, অস্বাস্থ্যকর অভ্যাস এ বং বিভিন্ন কারণে অতিরিক্ত মানসিক চাপ ইত্যাদি কারণে আমরা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ি। ফলে আমাদের চিকিৎসা খাতে খরচ বেড়ে যায়। আবার দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর জীবনযাপন অথবা অন্য কারণে কোনো ক্রনিক রোগে আক্রান্ত হলে সারাজীবন চিকিৎসা এবং ওষুধ নিয়ে যেতে হয়। ফলে সঞ্চয়ের একটা বিরাট অংশ চিকিৎসার পেছনে ব্যয় হয়ে যায়।

(vii) অনলাইন কেনাকাটার ওপর নিয়ন্ত্রন রাখুনঃ
অনলাইনে অ্যাপের মাধ্যমে জিনিসপত্র কেনাকাটা করা অথবা খাবার অর্ডার করা এখন আধুনিক জীবনের অংশ হলেও অনলাইনে কেনাকাটার ওপরে আপনার নিজেকে নিয়ন্ত্রন রাখতে হবে। তা না হলে এই অ্যাপগুলির প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে যাবেন এবং অহেতুক জিনস অর্ডার করে খরচ বাড়িয়ে তুলবেন। প্রয়োজনে অনলাইন আসক্তি কমাতে বাড়ির আশেপাশের লোকাল মার্কেট থেকে জিনিসপত্র অথবা খাবার কিনে আনার অভ্যাস করুন।

কোন মন্তব্য নেই: