WBCHSE - উচ্চমাধ্যমিক পরীক্ষা 2025 - রেজাল্ট - Jana Dorkari Bangla

Breaking

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

WBCHSE - উচ্চমাধ্যমিক পরীক্ষা 2025 - রেজাল্ট

পশ্চিমবঙ্গে এই দিন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৫ -এর ফলাফলঃ 

ডিজিটাল ডেস্কঃ কলকাতা, 2025-April-30: পশ্চিমবঙ্গ উচ্চমাধমিক পরীক্ষার ফলাফল আগামী 7ই মে বুধবার প্রকাশিত হবে। ওই দিন দুপুর 12টার সময় পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক সংসদ সরকারিভাবে 2025 সালের  উচ্চমাধ্যমিক পরীক্ষার  ফলাফল প্রকাশ করবে। ছাত্রছাত্রীদের মার্কশীট এবং শংসাপত্র স্কুল অথবা ক্যাম্প থেকে বিতরণ করা হবে।


HS Result 2025 How to Check

এছাড়া ওই দিন দুপুর 2টা থেকে অনলাইনে রোল নম্বর দিয়ে রেজাল্ট চেক করা যাবে। যেসমস্ত ওয়েবসাইটে রেজাল্ট চেক করা যাবে তা নীচে বিস্তারিত দেওয়া হলোঃ


WBCHSE HS Result 2025 Online check