ঘূর্ণিঝড়ের হাত থেকে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখা যাবেঃ
![]() |
Photo credit to Jess Loiterton |
ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িষ্যার উপকূলবর্তী এলাকায় প্রায়শই বিধংসী ঘূর্ণিঝড় (সাইক্লোনের) আছড়ে পড়ে। এই ঘূর্ণিঝড়গূলি প্রায়শই বঙ্গোপসাগরে সৃষ্টি হয় এবং জলীয় বাস্প সংগ্রহ করে শক্তিশালী হয়ে কখনো সাইক্লোন এবং কখনো আবার সুপার সাইক্লোনে পরিণত হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলি ধীরে ধীরে উত্তর পূর্ব অথবা উত্তর পশ্চিম অভিমুখে এগিয়ে যেতে থাকে। এবং এরা অধিকাংশ সময় ওড়িষ্যা, পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ে। ফলে সেই সব উপকূলবর্তী এলাকার জেলাগুলিতে প্রচুর ক্ষয়ক্ষতি, জীবনহানির ঘটনা ঘটে।
ঘূর্ণিঝড়কে আটকানো সম্ভব নয় কিন্তু এর ক্ষয়ক্ষতির প্রভাব থেকে নিজেদের সুরক্ষিত করার জন্য, ঘূর্ণিঝড়ের পূর্বাভাষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিজের থেকেই কিছু পদক্ষেপ নিতে হবে।
(i) নিজের প্রয়োজনীয় নথিপত্র এবং মূল্যবার সামগ্রী একটি শক্ত ব্যাগ অথবা বাক্সে ভরে নিন।
(ii) জীবনদায়ী ওষুধগুলো যা আপনি প্রতিদিন গ্রহণ করেন এবং কিছু ফার্স্ট এইড কিট সঙ্গে রাখুন।
(iii) মোবাইল, পাওয়ার ব্যাঙ্ক, টর্চ ইত্যাদি ব্যাটারিচালিত যন্ত্রপাতি ফুল চার্জ করে রাখুন।
(iv) আপনার সঙ্গে পানীয়জল এবং কিছু শুকনো খাবার রাখুন।
(v) যদি আপনি নদী অথবা সমুদের উপকূলের বাসিন্দা হয়ে থাকেন, তবে প্রশাসনের নির্দেশমত নিরাপদ শিবির (যেমন সাইক্লোন সেন্টার) -এ গিয়ে আশ্রয় নিন।
(vi) প্রচন্ড ঝড় এবং ব্জ্রবিদ্যুতের সময় ঘরের মধ্যে থাকুন।
(vii) বাড়ির গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে অথবা আশ্রয় শিবিরে রাখতে হবে।