ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের ধরার জন্যে এবার ভারতীয় রেলে বিশেষ ব্যাবস্থা - Jana Dorkari Bangla

Breaking

শনিবার, ৬ জুলাই, ২০২৪

ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের ধরার জন্যে এবার ভারতীয় রেলে বিশেষ ব্যাবস্থা

এবার থেকে বিনা এবং অবৈধ টিকিটের যাত্রীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্যে রেল বিশেষ অভিযান চালাবে

ডিজিটাল ডেক্সঃ টিকিট না কেটে ট্রেনে চড়ে গন্তব্য স্টেশনে  ট্রেন পৌছানোর আগে ট্রেন থেকে লাফ দিয়ে নেমে গিয়ে ভাবছেন যে এইভাবে সহজে টিটি বা টিসি দের নজর থেকে পার পেয়ে যাবেন? অথবা বৈধ টিকিট না থাকা সত্ত্বেও সংরক্ষিত কামরায় উঠে পড়ছেন এবং বৈধ যাত্রীদের সিট দখল করে নিচ্ছেন?

Two-train-has-stopped
Indian Railway - Photo by Tanuj Matta

তাহলে জেনে রাখুন এইসব অবৈধ কার্যকালাপ বন্ধ করার জন্য ভারতীয় রেল চালু করতে চলেছেন 'প্রগতি ট্রেন'। প্রগতি ট্রেনে চড়বেন রেলের টিকিট পরীক্ষক, আর পি এফ এবং বিশেষ প্রয়োজনে রেল কর্মীরা। 


পুরোনো রেল ইঞ্জিন
Image Source: Pixa hive

টেনের যাত্রীদের টিকিট পরীক্ষা করার জন্যে প্রগতি ট্রেনের মাধ্যমে রেল কতৃপক্ষ বিশেষ অভিযান চালাবেন। টিকিট পরীক্ষা করার জন্য প্রগতি ট্রেন কোনো রেল স্টেশনে দাঁড়াবে না। 

লোকাল ট্রেন
Image cregit: Photo by Ranjit Pradhan

রেল স্টেশনের বাইরে যেকোনো জায়গায় এবং যেকোনো লাইনে, যেকোনো যাত্রীবাহী ট্রেনের যাত্রীদের টিকিট পরীক্ষা করার জন্য প্রগতি ট্রেন আসবে। 

Electric-locomotive-indian-railway
Image credit: Pixahive

সাধারণত, দুটি রেলস্টেশনের মাঝামাঝি যেকোনো জায়গায় লাল সিগন্যাল দেখিয়ে বা অন্য উপায়ে যাত্রীবাহী ট্রেনকে দাঁড় করিয়ে যাত্রীদের টিকিট পরীক্ষা করা হবে।

Railway-Corridor-high-speed-rail-track
Image credit: mpplindia.in

এছাড়া প্রগতি ট্রেনকে বিভিন্ন জরুরী পরিস্থিততে যেমন রেল দুর্ঘটনায় উদ্ধারকাজ এবং জরুরী মেরামতির কাজে ব্যাবহার করা হবে। 

কোন মন্তব্য নেই: