আসন্ন লোকসভা এবং বিধানসভা নির্বাচনগুলিতে ভোটদান করার পদ্ধতিঃ
<<আসন্ন লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ভোটদান করার জন্য প্রস্তুতি - প্রথম পর্ব -এর পরে -
ভোটদান প্রক্রিয়াঃ
প্রথম পর্বে ভোটদান করার জন্যে প্রস্তুতি পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিলো। দ্বিতীয়পর্বে পোলিং স্টেশনে ভোটারদের ভোটদানের প্রক্রিয়া নিয়ে বিশদে আলোচনা করা হলো। প্রথমবার ভোট দেওয়া নিয়ে নতুন ভোটারদের মনে উদ্দীপনার পাশাপাশি বিভিন্ন প্রকার প্রশ্ন এবং সংশয় দেখা যায়। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের আগে ভোটারদের সচেতন করার জন্য বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রচার চালানো হয়।
1) চেকলিস্টঃ
বাড়ি থেকে ভোট দিতে বেরোনোর আগে আপনার ভোটার কার্ড অথবা বিকল্প সচিত্র পরিচয়পত্র, ভোটার স্লিপ এবং জলের বোতল সঙ্গে নিন। অতিরিক্ত চড়া রোদ বা বৃষ্টি পড়লে সঙ্গে অবশ্যই ছাতা নিন।
2) ভোটদান কেন্দ্র(পোলিং স্টেশনে) এলাকায় প্রবেশঃ
ভোটদান কেন্দ্র(পোলিং স্টেশন) এলাকায় ঢোকার মুখে নিরাপত্তারক্ষীগণ আপনার ভোটার(Epic) কার্ড অথবা বিকল্প সচিত্র পরিচয়পত্র দেখতে চাইবেন। সেখানে নিরাপত্তারক্ষীদের ভোটার(Epic) কার্ড অথবা সচিত্র নির্বাচনী পরিচয়পত্র দেখিয়ে আপনি পোলিং স্টেশনের বাইরে নির্ধারিত লাইনে দাড়াবেন। বিশেষতঃ যদি বড় স্কুল, কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে পোলিং স্টেশন হয় এবং সেটি স্পর্শকাতর বুথ হিসাবে চিহ্নিত হয় তাহলে আপনাকে দুইবার নিরাপত্তারক্ষীদের আপনার ভোটার কার্ড অথাবা বিকল্প সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে।
3) পোলিং স্টেশনে প্রবেশঃ
পোলিং স্টেশনে ঢোকার মুখে সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের আপনার কাছে থাকা এপিক(ভোটার) কার্ড অথবা বিকল্প সচিত্র পরিচয়পত্র এবং ভোটার স্লিপ দেখিয়ে পোলিং স্টেশনে প্রবেশের করুন।
4) ফার্স্ট পোলিং অফিসারের কাছে যানঃ
পোলিং স্টেশনে ঢোকার পর, যে ভোটকর্মীর সামনে প্রথম পোলিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসার লেখা আছে তার দিকে এগিয়ে যান। সাধারণত পোলিং স্টেশনের প্রিসাইডিং অফিসার ভোটারকে ফার্স্ট পোলিং অফিসারের কাছে যেতে সাহায্য করেন। ফার্স্ট পোলিং অফিসারের কাছে যাওয়ার পর তাকে আপনার ভোটার কার্ড বা বিকল্প সচিত্র পরিচয়পত্র এবং ভোটার স্লিপ দিন। ফার্স্ট পোলিং অফিসার তার প্রয়োজনীয় কাজ করার পরে, আপনাকে পুনরায় আপনার ভোটার কার্ড বা বিকল্প সচিত্র পরিচয়পত্র এবং ভোটার স্লিপ ফিরিয়ে দেবেন। এবং তিনি আপনাকে সেকেন্ড পোলিং অফিসারের দিকে যাওয়ার জন্য নির্দেশ দেবেন।
5) সেকেন্ড পোলিং অফিসারের কাছে যানঃ
ফার্স্ট পোলিং অফিসারের প্রায় পাশেই সেকেন্ড পোলিং অফিসার বসে থাকেন তাই তাকে খুজে পেতে আপনার কোনো অসুবিধা হবে না। সেকেন্ড পোলিং অফিসারকে পুনরায় আপনার ভোটার কার্ড বা বিকল্প সচিত্র পরিচয়পত্র এবং ভোটার স্লিপ দিন। এরপর সেকেন্ড পোলিং অফিসার আপনার বাম হাতের তর্জনীতে ভোটের কালি লাগিয়ে দেবেন। তারপর সেকেন্ড পোলিং অফিসার তার কাছে থাকা একটি ফর্মের নিদিষ্ট জায়গায় আপনাকে আঙ্গুলের ছাপ (টিপ সই) দিতে বলবেন। আপনি সেখানে আপনার বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ দেবেন অথবা নিজের হাতে কলম দিয়ে আপনার সই (সিগ্নেচার) করবেন। এরপর সেকেন্ড পোলিং অফিসার আপনাকে একটি নতুন ভোটার স্লিপ দেবেন। এবং আপনার ভোটার কার্ড বা বিকল্প সচিত্র পরিচয়পত্র ফেরত দেবেন। সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পরে তিনি আপনাকে থার্ড পোলিং অফিসারের দিকে যাওয়ার জন্যে নির্দেশ দেবেন।
সেকেন্ড পোলিং অফিসার ভোটারের আঙ্গুলে কালি লাগাচ্ছেন Image Source: Election Commission of India |
6) তৃতীয় পোলিং অফিসারের কাছে যানঃ
থার্ড পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসারের প্রায় কাছে অথবা পোলিং বুথের কাছে বসে থাকেন। থার্ড পোলিং অফিসারের কাছে গিয়ে তাকে সেকেন্ড পোলিং অফিসারের দেওয়া নতুন ভোটার স্লিপটি দিন। আপনার হাতে ভোটের কালি ঠিকমত লাগানো হয়েছে কি না সেটা থার্ড পোলিং অফিসার চেক করবেন। তারপর ভোটযন্ত্রের বোতাম টিপে দিয়ে থার্ড পোলিং অফিসার আপনাকে পোলিং বুথ অর্থাৎ ইভিএম মেশিনের দিকে যাওয়ার জন্যে নির্দেশ দেবেন।
7) ভোটদান কক্ষ বা পোলিং বুথে যানঃ
পোলিং বুথ একটি গোপন ভোটদান কক্ষ যেখানে ভোটদান করার জন্যে ইভিএম মেশিন এবং ভোটদান সুনিশ্চিত করার জন্যে ভিভিপ্যাট মেশিন রাখা থাকে। থার্ড পোলিং অফিসারের কাছ থেকে ভোটদান করার নির্দেশ পাওয়ার পরে ধীরেসুস্থে পোলিং বুথে প্রবেশ করুন। পোলিং বুথে প্রবেশ করার পর একটু গভীর শ্বাস নিয়ে ইভিএম মেশিনের দিকে ভালভাবে লক্ষ্য করুন।
পোলিং বুথঃ ইভিএম এবং ভিভিপ্যাট Image Credit: Election Commission of India |
8) ইভিএম মেশিনঃ
প্রথমে আপনি ইভিএম মেশিনের ওপরে লেখা আপনার পছন্দের প্রার্থীর নাম এবং তার নির্বাচনী প্রতীক খুঁজে নিন। এবার আপনার পছন্দের প্রার্থী এবং তার নির্বাচনী প্রতীকের পাশে থাকা বোতামে আঙ্গুল দিয়ে একবার চাপ দিয়ে ছেড়ে দিন। বোতাম টিপে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পছন্দের প্রার্থীর পাশে থাকা তীর চিহ্নে লাল আলো জ্বলে উঠবে। এবার ভিভিপ্যাট মেশিনের ডিসপ্লের দিকে লক্ষ্য করুন।
ইভিএম মেশিনে ভোটদান Image Credit: Election Commission of India |
9) ভিভিপ্যাট মেশিনঃ
ইভিএম মেশিনে আপনার পছন্দের প্রার্থীর নামের পাশের বোতাম টেপার পর এবার ইভিএম মেশিনের পাশে রাখা ভিভপ্যাট মেশিনের দিকে লক্ষ্য করুন। ভিভিপ্যাট মেশিনের কালো ডিসপ্লেতে এবার আলো জ্বলে উঠবে এবং ডিসপ্লের ভেতরে আপনি একটি প্রিন্ট করা কাগজের স্লিপ বেরিয়ে আসছে দেখতে পাবেন। এই কাগজের স্লিপের ওপরে আপনি ইভিএম মেশিনে যে প্রার্থীর নামের পাশে বোতাম টিপেছিলেন সেই প্রার্থীর নাম, ক্রমিক নং এবং নির্বাচনী প্রতীক সহ প্রিন্ট করা থাকবে যা আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন। ভিভিপ্যাট মেশিনের ডিসপ্লের আলো সাত সেকেন্ডের জন্য জ্বলবে, তারপর ডিসপ্লের আলো নিভে যাবে এবং প্রিন্ট করা স্লিপটি ভিভিপ্যাট মেশিনের ভেতরে পড়ে যাবে।
ভিভিপ্যাট মেশিনের ডিসপ্লে Credit: Election Commission of India |
10) পোলিং বুথ বা ভোটদান কক্ষ থেকে বেরিয়ে আসুনঃ
ভিভিপ্যাট মেশিনের ডিসপ্লের আলো নিভে যাওয়া এবং কাগজের স্লিপ ভিভিপ্যাটের ভেতরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জোরালো বিপ আওয়াজ শুরু হলে বুঝবেন যে আপনার ভোটদান প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। ইভিএম মেশিনের প্রার্থীর নামের পাশে জ্বলতে থাকা তীর চিহ্নের আলো এবং ভিভিপ্যাট মেশিনের ডিসপ্লের আলো সম্পূর্ণ নিভে যাওয়ার পরেই পোলিং বুথ থেকে বেরিয়ে আসবেন।
11) পোলিং স্টেশন থেকে বেরিয়ে আসুনঃ
পোলিং বুথ থেকে বেরিয়ে এসে, আপনার কাছে আপনার এপিক(ভোটার) কার্ড অথবা বিকল্প সচিত্র পরিচয়পত্র পরিচয়পত্রটি আছে কি না দেখে নিশ্চিত হওয়ার পরেই পোলিং স্টেশন থেকে বেরিয়ে আসুন এবং নিজের বাড়ির দিকে রওনা দিন।
যা করবেনঃ
(i) ভোটার বা এপিক কার্ড না থাকলে বিকল্প সচিত্র পরিচয়পত্র নিয়ে ভোট দিতে যেতে পারবেন। অন্য সচিত্র পরিচয়পত্র কি হতে পারে সে সম্বন্ধে নির্বাচন কমিশন ভোটের আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়ে থাকেন। তবে এই সংক্রান্ত আরো তথ্যের জন্যে আপনি আপনার বুথ লেভেল অফিসারের(BLO) সঙ্গে যোগাযোগ করবেন। কিভাবে বুথ লেভেল অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন সে বিষয়ে জানার জন্যে "ভোটদান করার জন্য প্রস্তুতি- প্রথম পর্বটি " পড়ুন।
(ii) পোলিং স্টেশনে ভোট দিতে গিয়ে কোনো সমস্যায় পড়লে অবশ্যই সেখানকার প্রিসাইডিং অফিসার এবং কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানান।
(iii) কোনো ব্যাক্তি বা সংগঠন বা রাজনৈতিক দল আপনাকে ভয় দেখিয়ে বা বলপ্রয়োগ করে ভোটদান করতে যেতে বাধা বা বিরত করার চেষ্টা করলে নির্বাচন কমিশনের হেল্পলাইনে ফোন করে অভিযোগ করুন।
যা করবেন নাঃ
(i) পোলিং বুথে আপনার ভোটদান সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপনার মোবাইলে রেকর্ড করবেন না।
(ii) পোলিং স্টেশনে ভোট দেওয়ার আগে বা পরে আপনি কোন প্রার্থী বা রাজনৈতিক দলকে ভোট দেবেন বা দিয়েছেন এই সংক্রান্ত আলোচনা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
(iii) আপনার ভোট দেওয়া হয়ে গেলে পোলিং স্টেশন থেকে বেরিয়ে আসুন। পোলিং স্টেশনে অযথা ভিড় করবেন না।
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হেল্পলাইন নম্বরটি হলোঃ 1950
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন