আসন্ন লোকসভা অথবা বিধানসভা নির্বাচনে ভোটদান করার জন্য প্রস্তুতি
ভোট আসছে। আমাদের ভারতবর্ষের প্রতিটি গণতান্ত্রিক নির্বাচন গুলি উপলক্ষ্যে যেন বিরাট উৎসবের সূচনা হয়ে যায়। এবং আমদের দেশের সর্বত্র ভোটদাতাদের ভোটদান করার উৎসাহ পৃথিবীর অনান্য দেশের তুলনায় সবথেকে বেশী। যাদের ভোটার তালিকায় সদ্য নাম উঠেছে অথবা এক নির্বাচন ক্ষেত্র থেকে অন্য কোনো নির্বাচনক্ষেত্রে স্থানান্তরিত হয়েছেন তাদের মনে ভোট সম্পর্কে অনেক প্রশ্ন আসা স্বাভাবিক। তাই ভোটদান করার জন্য ভোটারদের কিভাবে প্রস্তুতি নিতে হবে সে বিষয়ে বিশদে আলোচনা করা হলো।
ভোটদান প্রস্তুতিঃ
ভোটার তালিকায় নামঃ
নির্বাচন বিধি লাগু হওয়ার আগেই আপনাকে একবার দেখে নিতে হবে যে ভোটার তালিকায় আপনার নাম আছে কি না। এরজন্যে আপনাকে ভোটারর্স সার্ভিস পোর্টাল ওয়েবসাইটে যেতে হবে। ভোটারর্স সার্ভিস পোর্টালের লিঙ্ক হল - https://voters.eci.gov.in
আপনার মোবাইল অথবা ল্যাপটপে ভোটারর্স সার্ভিস পোর্টালের ওয়েবপেজ খোলার পর সেখানে "Search in Electoral Roll" অপশনে ক্লিক করুন। এবার "Search in Electroal Roll" পেজ খুলে যাবে। সেখানে আপনি আপনার EPIC নম্বর (ভোটার কার্ডের নম্বর) অথবা মোবাইল নম্বর অথবা আপনার বিভিন্ন তথ্য দিয়ে সার্চ করলে যদি ভোটার তালিকায় আপনার নাম থাকে, তাহলে আপনার নাম Search Result-এ দেখাবে।
Search Result-এর মধ্যে আপনার নাম থাকলে, আপনার ভোটার কার্ড সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য View Details-এ ক্লিক করুন।
ভোটার কার্ডঃ
ভোটার তালিকায় নাম থাকলে, এবার দেখুন যে আপনার কাছে ভোটার কার্ড আছে কি না। যদি না থাকে তবে আপনি EPIC Number দিয়ে https://voters.eci.gov.in ওয়েবসাইট থেকে E-EPIC Download করতে পারবেন। কিন্তু ভোটারর্স সার্ভিস পোর্টালে থেকে যদি ডাউনলোড করা সম্ভব না হয়, তাহলে আপনি আপনার এলাকার বিএলও(বুথ লেভেল অফিসার) -এর সঙ্গে যোগাযোগ করুন। কিভাবে BLO-এর সঙ্গে যোগাযোগ করবেন, নীচে আলোচনা করা হয়েছে।
![]() |
E-Epic Card in Mobile Source: Election Commission of India |
ভোটার স্লিপঃ
ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রতিটি নির্বাচনের আগে ভোটারদের কছে ভোটার ইনফর্মেশন স্লিপ বিতরণ করা হয়। এই স্লিপে ভোটারের নাম, নির্বাচনী ক্ষেত্র, ভোটদান কেন্দ্র, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এপিক নম্বর, ভোটের তারিখ ইত্যাদি তথ্য উল্লেখ করা থাকে। বুথ লেভেল অফিসার(BLO) এই ভোটার স্লিপগুলির বিতরণের দায়িত্বে থাকেন। অনেক সময় আপনার কাছে এই ভোটার ইনফরমেশন স্লিপ না থাকলে ভোটকেন্দ্রে সমস্যার মুখোমুখি হতে হয়। তাই ভোটার ইনফমেশন স্লিপ না পেলে BLO-এর সঙ্গে যোগাযোগ করুন।
কাগজের ভোটার স্লিপের একটি নমুনা |
ডিজিটাল ভোটার স্লিপঃ
কাগজের ভোটার স্লিপের ঝামেলা এড়াতে আপনি ডিজিটাল ভোটার স্লিপ সংগ্রহ করতে পারবেন। এজন্য আপনার স্মার্টফোনে "VHA" অর্থাৎ "Voter Helpline" App ইনষ্টল করতে হবে। এই App টি ইনষ্টল করার জন্যে গুগোল প্লে স্টোর(অ্যান্ড্রয়েড ফোনের জন্যে) অথবা অ্যাপেলের App Store (আই ফোনের জন্যে) -এ গিয়ে Voter Helpline লিখে সার্চ করুন।
Voter Helpline App টি আপনার মোবাইলে ইনস্টল করার পরে ওপেন করুন। এবার "Search Name in Electroal Roll" আপশনটিতে ক্লিক করুন। তারপরে আপনি "Search by Epic No" অপশনে ক্লিক করুন।এরপর আপনি আপনার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর টাইপ করুন এবং সার্চে ক্লিক করুন। যদি আপনার ভোটার কার্ডে Bar Code অথবা QR Code থাকে তাহলে সেগুলি আপনি সার্চ করার জন্য ব্যবহার করতে পারবেন।
Search করার পর আপনার ভোটার সংক্রান্ত তথ্যগুলি দেখাবে। স্ক্রীনে আপনি ডাউনলোড অপশন এবং শেয়ার অপশন পাবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ডিজিটাল ভোটার স্লিপ মোবাইলে সেভ হবে।
BLO-এর সঙ্গে যোগাযোগঃ
বুথ লেভেল অফিসার (সংক্ষেপে BLO) ভোটদান কেন্দ্র বা বুথের দায়িত্বে থাকেন। ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন, স্থানান্তর থেকে শুরু করে ভোটার ইনফর্মেশন স্লিপ বিতরণ ইত্যাদি BLO-এর দায়িত্বে থাকে। BLO-এর সঙ্গে যোগাযোগ করার জন্য ভোটারর্স সার্ভিস পোর্টালে (https://voters.eci.gov.in) গিয়ে "Know Your Polling Station and Officer"-এই অপশনের ওপরে ক্লিক করুন।
"Know Your Electroal Electroal Ecosystem" পেজটি খোলার পর আপনার EPIC Number (ভোটার কার্ডের নম্বর) দিয়ে সার্চ করুন। এবার পেজের নীচের দিকে গেলে আপনি BLO এবং অনান্য নির্বাচন সংক্রন্ত Officer-দের নাম এবং মোবাইল নম্বর দেখতে পারবেন।
বিকল্প সচিত্র পরিচয়পত্রঃ
আপনার ভোটার লিস্টে নাম আছে অথচ আপনার কাছে ভোটার কার্ড নেই। কারণ ভোট দিতে যাওয়ার দিন আপনি আপনার ভোটার কার্ড কোথাও খুঁজে পাচ্ছেন না। হয়তো আপনার ভোটার কার্ড কোথাও হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এইরকম পরিস্থিতিতে প্রথমে আপনি ভোটারর্স সার্ভিস পোর্টালে (https://voters.eci.gov.in) গিয়ে আপনার ই-এপিক কার্ড ডাউনলোড করার চেষ্টা করুন। কিন্তু যদি ই-এপিক কার্ড ডাউনলোড করা সম্ভব না হয়। তাহলে সেক্ষত্রে আপনাকে বিকল্প সচিত্র নির্বাচনী পরিচয়পত্র নিয়ে ভোট দিতে যেতে হবে।
ভোটার কার্ড বা এপিক কার্ড ছাড়া আর অন্য কোন বিকল্প পরিচয়পত্র নিয়ে গেলে ভোট দিতে দেওয়া যাবে এই বিষয়টি নিয়ে প্রতিটি নির্বাচনের আগে নির্বাচন কমিশন বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে প্রচার করে থাকে। যদি আপনার কাছে এপিক কার্ড না থাকে তাহলে প্রথমে আপনার বুথের BLO-এর সঙ্গে যোগাযোগ করুন। এছাড়া নির্বাচন কমিশনের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।
বিকল্প সচিত্র পরিচয়পত্রের তালিকাটি দেখার জন্যে নীচে দেওয়া লিঙ্কগুলিতে ক্লিক করুন -
https://old.eci.gov.in/files/file/9367-photo-voter-slips-not-to-be-valid-as-stand-alone-identification-document-for-voting/
লিঙ্ক- 2:
আপনার কেন্দ্রে ভোটে দাঁড়ানো প্রার্থীদের সম্পর্কে জানুনঃ
আপনার লোকসভা অথবা বিধানসভা কেন্দ্রের ভোটে কতজন প্রার্থী ভোটে লড়াই করার জন্য মনোনয়পত্র জমা দিয়েছেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন KYC-ECI অ্যাপ থেকে। এজন্য আপনাকে আপনার আন্ড্রয়েড ফোনের প্লে-স্টোরে গিয়ে KYC-ECI সার্চ করতে হবে। আই-ফোন ব্যাবহারকারীরা অ্যাপেলে অ্যাপ স্টোরে গিয়ে KYC-ECI লিখে সার্চ করে অ্যাপটি ইনষ্টল করুন। নীচে অ্যাপটির স্ক্রীনশট এবং ডাউনলোড লিঙ্কগুলো দেওয়া হলো-
KYC-ECI APP Image credit: Election Commission of India |
KYC-ECI অ্যানড্রয়েড মোবাইল ব্যাবহারকারীদের জন্য ডাউনলোড লিঙ্কঃ Download
KYC-ECI আইফোন ব্যাবহারকারীদের জন্যে ডাউনলোড লিঙ্কঃ Download
এছাড়া আপনার কম্পিউটার অথবা মোবাইলের ব্রাউজার থেকে প্রার্থীদের তালিকা সরাসরি দেখার জন্য নীচের লিঙ্ক-3 -এ ক্লিক করুন-
লিঙ্ক-3ঃ https://affidavit.eci.gov.in
ভোটদান প্রক্রিয়াঃ .....................
(ভোটদানের প্রক্রিয়া নিয়ে দ্বিতীয় পর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পর্বটি পড়ার জন্যে অনুগ্রহ করে নীচের লিঙ্কে ক্লিক করুন)
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হেল্পলাইন নম্বরটি হলোঃ 1950
[Disclaimer: এই ব্লগ পোষ্টটি লেখার জন্য Election Commission of India-এর অধীনস্থ বিভিন্ন ওয়েবসাইট, Google এবং Wikipedia থেকে তথ্য নেওয়া হয়েছে। সুতরাং এই লেখার মধ্যে কোনো ভুল তথ্য থাকলে অবশ্যই নীচে কমেন্ট করবেন। আমরা সংশোধন করে নেব।]
সর্বশেষ তথ্য আপডেট তারিখঃ 29-April-2024
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন