সরকারী কর্মীদের জন্য চালু হলো নতুন পেনশন স্কীম - ইউনিফাইড পেনশন স্কীম
ডিজিটাল ডেস্ক, শিলিগুড়িঃ কেন্দ্র সরকারের কর্মীদের জন্য চালু হলো ইউনিফাইড পেনশন স্কীম বা সংক্ষেপে UPS। 25 শে আগস্ট 2024 শনিবার, কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীসভা এই নতুন পেনশন স্কীমে সিলমোহর দিলেন। এটি ন্যাশনাল পেনশন স্কীমের বিকল্প হিসাবে সরকারী কর্মীদের কাছে উপলব্ধ হবে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মহাশয় তাঁর এক্স হ্যান্ডেলে ইউপিএস স্কীমের বিষয়ে পোস্ট করেছেন। তিনি বলেছেন যে ইউনিফাইড পেনসন স্কীম সরকারী কর্মীদের ভবিষ্যতে মর্যাদা এবং আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করবে।
যে সমস্ত সরকারী কর্মচারী 2004 সালের পয়লা এপ্রিলের পরে কাজে যোগদান করেছিলেন তাদের জন্য ন্যাশনাল পেনশন স্কীম চালু হয়েছে। এই স্কীমের আওতায় থাকা কর্মীদের বেতন থেকে পেনশন খাতে টাকা জমা হয়ে থাকে। কিন্তু NPS স্কীম নিয়ে কিছু বিতর্ক হওয়ার কারণে 2023 সালে অর্থসচিব টিভি সোমানাথনের নেতৃতে NPS রিভিউ কমিটি তৈরী হয়। পরবর্তী কালে এই রিভিউ কমিটি রিপোর্ট এবং পরামর্শ নিয়ে আলোচনার করে মন্ত্রীসভা ইউনিফাইড পেনশন স্কীমের সূচনা করেন।
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে, কেন্দ্র সরকারের পাশাপাশি অধিকাংশ রাজ্য সরকারের কর্মীদের জন্য এনপিএস পেনশন স্কীম চালু আছে। এখন যেসব কর্মী NPS-এর আওতায় ছিলেন তাঁরা এখন UPS স্কীমে আসতে পারবেন। 2025 সালের পয়লা এপ্রিল তারিখ থেকে ইউনিফাইড পেনশন স্কীম কার্যকারী হবে। তবে যেসব NPS আওতায় থাকা সরকারী কর্মী 2025 সালের 31শে মার্চের আগে অবসর নেবেন, তারাও এই নতুন পেনশন প্রকল্পের সুবিধা পাবেন।
ইউনিফাইড পেনশন স্কীমের সুবিধাঃ
ইউনিফাইড পেনশন স্কীম নিশ্চিত পেনশনের প্রতিশ্রুতি দেয়। এই পেনশন পাওয়ার জন্য নুন্যতম 25 বছরের সরকারী কর্মজীবন (সার্ভিস পিরিয়ড) থাকতে হবে। ফলে অবসরের পরে কর্মী তাঁর চাকরি জীবনের শেষ বারো মাসে প্রাপ্ত "বেসিক পে"-এর গড়ের 50 শতাংশ পেনশন হিসাবে পাবেন।
নুন্যতম 10 বছরের সরকারী কর্মজীবন (সার্ভিস পিরিয়ডের) ক্ষেত্রেও ইউনিফাইড পেনশন স্কীমের সুবিধা উপলব্ধ রয়েছে। এক্ষেত্রে কর্মী চাকরি থেকে অবসরের পরে নুন্যতম দশ হাজার টাকার মাসিক পেনশনের সুবিধা পাবেন।
নতুন ইউনিফাইড পেনশন স্কীম একই সঙ্গে ফ্যামিলি পেনশনের সুবিধা নিশ্চিত করে। সরকারী কর্মীর মৃত্যুর পরে তাঁর পরিবার পেনশনের 60 শতাংশ পাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন