মুক্ত বিশ্ববিদ্যালয়গুলিতে UG, PG এবং Phd কোর্সগুলিতে ভর্তি শুরু হয়েছে
পরিবারের আর্থিক দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য উচ্চশিক্ষা নিতে পারেন নি? কিংবা স্কুল বা কলেজ পাশের পরেই বিয়ে এবং তারপরে বিবাহিত জীবনের গুরুদায়িত্বের কারণে আর উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ হয়ে উঠেনি। অথচ আপনার মনে এখনো নতুন কিছু শেখা এবং উচ্চশিক্ষা গ্রহণের তাগিদ রয়েছে। তাহলে আপনার জন্যে শিক্ষার দ্বার খুলে দিয়েছে মুক্তবিশ্ববিদ্যালয়।
![]() |
An Indian women is going to college, Generated by Leonardo AI |
বিভিন্ন কারণে যারা প্রাথাগত উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হন, তাঁরা যাতে পরবর্তীকালে পুনরায় উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন সেই সুযোগ এনে দিয়েছে মুক্ত বিশ্ববিদ্যালয়। মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক বিবাদ এবং বিতর্ক থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে মুক্ত বিশ্ববিদ্যালয়গুলির পড়াশোনার গুনমান, পরীক্ষা এবং মুল্যায়ন পদ্ধতি আগের থেকে অনেক উন্নত হয়েছে।
বাংলা মাধ্যমে পড়াশোনার সুবিধা রয়েছে এমন মুক্ত বিশ্ববিদ্যালয় গুলি হলো নেতাজী মুক্ত বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ইত্যাদি। এছাড়া কল্যাণী বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষা বিভাগের মাধ্যমে শিক্ষাগ্রহণের সুযোগ আছে।
![]() |
A man is busy in his distance education class Image by prostooleh on Freepik |
ইংরাজী এবং হিন্দী মাধ্যমে মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশী ছাত্রছাত্রী ভর্তি হয়ে থাকেন।
![]() |
A woman is talking with her teacher during online class in open university Image by prostooleh on Freepik |
মুক্ত বিশ্ববিদ্যালয় সংক্রন্ত প্রশ্ন উত্তর
প্রশ্নঃ আমি শুনেছি যে মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলে চাকরি পাওয়া যায় না, এটা কি ঠিক?
উত্তরঃ না, এটা মোটেই ঠিক নয়। ইউজিসি দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত সমস্ত মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিগ্রীর যথাযথ এবং নিয়মিত বিশ্ববিদ্যালয়ের সমান মর্যাদা দেওয়া হয়।
প্রশ্নঃ মুক্ত বিশ্ববিদ্যালয়ে কি ক্লাস হয়?
উত্তরঃ হ্যাঁ, মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারের উদ্দ্যোগে শনিবার অথবা রবিবারে ক্লাস নেওয়ার ব্যাব্যস্থা করা হয়ে থাকে। এছাড়া অনলাইন ক্লাসের ব্যাবস্থা থাকে।
প্রশ্নঃ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই কোথায় পাওয়া যায়?
উত্তরঃ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়্যার পরে স্টাডি সেন্টার থেকে সংগ্রহ করতে হয়।
প্রশ্নঃ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার প্রশ্ন কি খুবই কঠিন হয়?
উত্তরঃ মুক্ত বিশ্ববিদ্যালয়ে মুল্যায়ণের জন্য প্রশ্নপত্র যথেষ্ট উন্নত মানের হয়। তাই স্টাডি ম্যটেরিয়াল বইগুলিকে ভালভাবে পড়ার পাশাপাশি বিষয়গুলির ওপরে বিভিন্ন লেখকের বই এবং অনলাইনে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন