প্যারিস 2024 অলিম্পিকের একটি সংক্ষিপ্ত বর্ণনা - Jana Dorkari Bangla

Breaking

সোমবার, ১২ আগস্ট, ২০২৪

প্যারিস 2024 অলিম্পিকের একটি সংক্ষিপ্ত বর্ণনা

 প্যারিস 2024 অলিম্পিক সংক্ষিপ্ত বর্ণনা: 

প্যারিস অলিম্পিক - Paris 2024 Olympic
প্যারিস 2024 - অলিম্পিকের অফিসিয়াল ছবি থেকে সংগৃহীত 

2024 সালের জুলাই মাসের 26 তারিখ। প্যারিসের সেইন নদীতে যখন একের পর এক বার্জে করে নদী পথে হাজার হাজার অলিম্পিক প্রতিযোগিরা আসতে শুরু করেছিলেন তখন এক বারের জন্যও মনে হয়নি যে পরবর্তী ষোলো দিন বিশ্ববাসীর কাছে কি কি চমক অপেক্ষা করছে। আমাদের ভারতবাসীর জন্যও কম কিছু ছিলো না। ভারত থেকে সে বছর 117 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে পি ভি সিন্ধু, নীরাজ চোপড়া, লাভলিনা, দীপিকা কুমারী এদের কথাই বিভিন্ন সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ায় লেখা হত। কিন্তু প্যারিস 2024 যেন অন্য কিছু দেওয়ার জন্য অপেক্ষায় ছিলো।

প্যারিস 2024 সালের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সের শিল্পকলার সঙ্গে আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন মানুষকে বিস্মিত করেছিল। শিল্পীদের গান এবং নৃত্যশিল্পীদের অসাধারণ আধুনিক নৃত্য প্রদর্শন দর্শকদের মুগ্ধ করেছিল। তবে অতি আধুনিকতার মধ্যে কিছু বিতর্কও কম ছিলো না। হয়তো প্যারিস 2024 অলিম্পিক বলতে চেয়েছিলো যে এবার নতুন চিন্তাধারাকে চিনে নেওয়ার সময় এসেছে। 

অনান্য অলম্পিকের মত প্যারিস 2024 অলিম্পিকেও খেলার আসরে দেখা গেছিলো সব দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা। প্রতিটি খেলোয়াড়ের অসাধারণ পরিশ্রম, দক্ষতা এবং তাদের আত্নবিশ্বাস এই অলিম্পিক কে এক অন্য মাত্রা এনে দিয়েছিলো। এর সঙ্গে যুক্ত হয়েছিলো খেলার সময় অবিশ্বাস্য কিছু মুহুর্ত যেমন সমুদ্রে বিশাল ঢেউ অথবা বিশাল শার্কের উপস্থিতি। তেমনি খেলার মধ্যে চলাকালীন বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল। যদিও সেসব বিতর্ক প্যারিস অলিম্পিকের সংস্কৃতিকে প্রভাবিত করতে পারেনি।

প্যারিস 2024 অলিম্পিকে দেখা গেছিলো প্রতিযোগীদের জয়ের উচ্ছাস, আনন্দশ্রু। আবার কারোর মধ্যে হারের হতাশা, নিস্তবদ্ধতা, কান্না। আবার জয়ী খেলোয়াড়রা এগিয়ে এসে মাটিতে পড়ে থাকা পরাজিত খেলোয়াড়দের বুকে টেনে নিয়েছিলেন, তাঁকে সান্তনা এবং এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছিলেন। পরাজিত খেলোয়াড়রা দুঃখ ভুলে জয়ীদের অভিনন্দন জানিয়েছিলেন। এভাবেই তো যুগ যুগ ধরে অলিম্পিক শান্তির বার্তা দিয়ে এসেছে।

প্যারিস অলিম্পিকের উদ্বোধনের সময় বিভিন্ন কারুকার্যে, নৃত্য পরিবেশনায় এবং লেজার লাইটে রঙের ছটা দেখে অনুমান করা গিয়েছিলো যে প্যারিস অলিম্পিক এই গ্রীষ্মেও অনেকের জীবনে বসন্তের রঙ আনবে। আর সত্যি সত্যি তা এনেছিলো। ফ্রান্সের জনগণ প্যারিস অলিম্পিকে প্রতিটি খেলায় উপস্থিত থেকে নিজের দেশের পাশাপাশি বিদেশী খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছিলো, এটা তাদের সৌহৃদ্যবোধ এবং খেলাধুলার প্রতি অকুন্ঠ ভালবাসার পরিচয় দিয়েছিলো। তবে ভালবাসা শুধু এখানেই থেমে থাকেনি। প্যারিস অলিম্পিকের ভালবাসার রঙ খেলোয়াড়দের যথেষ্ট প্রভাবিত করেছিল। অনেক খেলোয়াড়ই প্রকাশ্যে তার পছন্দের সঙ্গীকে প্রেম নিবেদন করেছিলেন অথবা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

আশা-নিরাশা, প্রেম-ভালবাসা, লড়াইয়ে বেঁচে থাকার আশা এই নিয়েই 11-ই আগষ্ট তারিখে প্যরিস 2024 অলিম্পিকের সমাপ্তি হয়েছিলো। 


কোন মন্তব্য নেই: