পাসপোর্ট থাকলে সহজেই এই দেশগুলিতে ভ্রমণে যেতে পারবেন
আপনি কি ভ্রমণ পিপাসু? বিদেশ বেড়াতে যাবেন বলে অনেকদিন আগেই পাসপোর্ট বানিয়ে রেখে দিয়েছেন। কিন্তু বিদেশে যাব বললেই যাওয়া হয়ে ওঠেনা। তার প্রধান কারণ হলো ভিসা। যে দেশে বেড়াতে যাবেন সেখানকার ভিসা আপনাকে নিতেই হবে।আর এই ভিসা পাওয়াটাও কম ঝক্কির ব্যাপার নয়। কোনো কোনো দেশের সামান্য টুরিস্ট ভিসা পেতেই আপনাকে রীতিমত মাথার ঘাম পায়ে ফেলতে হয়।
![]() |
Best Tourist place in Thailand (Image by tawatchai07 on Freepik) |
তবে ভারতীয়দের জন্য রয়েছে সুখবর কারণ, ইতিমধ্যেই শ্রীলঙ্কা, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং মালেশিয়া ইত্যাদি দেশে ভিসা ছাড়া ভারতীয়দের বেড়াতে যাওয়ার অনুমতি দিয়েছে। সম্ভবত এই দেশগুলির পর্যটন শিল্প বিকাশের জন্যেই ভিসা ফ্রি সুবিধা দিতে চলছে।
![]() |
Image by Freepik |
এখানে মনে রাখা দরকার শ্রীলঙ্কা, থাইল্যান্ড ভারতীদের ভিসা ফ্রি পরিষেবার সময়সীমা বাড়িয়েছে বলে জানা গেছে। এই সময়সীমা তারা বাড়াবে কি না সে বিষয়ে হয়ত তারা সময়সীমা শেষ হওয়ার আগেই জানাবে। মালেশিয়ার ক্ষেত্রে জানা যাচ্ছে যে সেখনে ফ্রি ভিসা নিয়ে প্রবেশ করা ভারতীয় পর্যটকরা ৩০ দিন পর্যন্ত থাকতে পারবেন।
আসুন আরো জেনে নিই যে কোন কোন দেশে ফ্রি ভিসার সুবিধা নিয়ে ভারতীয়রা যেতে পারে
(1) কেনিয়া(2) ইরান
(3) ইন্দোনেশিয়া
(4) মালদ্বীপ
(5) মাউরিতিয়াস
(6) নেপাল
(7) কাতার
(8) সিচিলিস
(9) বার্বাডোজ
(10) কুক আইল্যান্ড
(11) এল সালভাদর
(12) গ্রেনাডা
(13) ম্যাকাও
(14) মন্টেসেরাট
(15) ভুটান
(16) উত্তর সাইপ্রাস
(17) পিটকাইরন আইল্যান্ড
(18) সার্বিয়া
(19) ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড
(20) ডোমিনিকা
(21) ফিজি
(22) হাইতি
(23) জামাইকা
(24) মাইক্রোনেশিয়া
(25) প্যালেস্তাইন
(26) সেনেগাল
(27) তিউনিশিয়া
(28) ভানুয়াটু
![]() |
Best Tourist Spot in Thailand (Image by tawatchai07 on Freepik) |
যেসব দেশে ভারতীয়দের জন্য ভিসা ফ্রি পরিষেবা চালু আছে সেখানে যাওয়ার আগে অবশ্যই সেদেশের হাইকমিশনারের ওয়েবসাইটে গিয়ে ফ্রি ভিসা সংক্রন্ত শর্তাবলীগুলি পড়ে নেবেন। মনে রাখবেন একমাত্র স্বল্প সময়ের ভ্রমণের জন্যেই ফ্রি ভিসা ব্যাবহার করবেন। পড়াশোনা এবং জীবিকার জন্য কখনই ফ্রি ভিসা ব্যাবহার করে বিদেশে যাবেন না।
এক্ষেত্রে জেনে রাখা ভাল যে, ভিসা ফ্রি দেশগুলির এয়ারপোর্টে পৌছানোর পর ইমিগ্রশন কাউন্টারে আপনার পাসপোর্ট চেক করে ভিসার স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়। আপনি যে দেশে বেড়াতে যেতে চাইছেন, সেদেশের হোটেল এবং ফ্লাইটে ফেরার টিকিট আগে থেকে বুকিং করে রওনা দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন