অনলাইনে বাড়ি থেকেই WBSEDCL অথবা CESC এর প্রি-পেইড স্মার্ট মিটার রিচার্জ করার পদ্ধতিঃ
(How to recharge online Prepaid Smart Meter of WBSEDCL or CESC in Bengali)
![]() |
Image Source: Liberty 200 – India (securemeters.com) |
![]() |
Image Source: Smart Meters | Alphion |
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের WBSEDCL এর উদ্যোগে রাজ্যে এই স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়ে গেছে। কলকাতায় CESC থেকে সল্টলেক এবং অনান্য এলাকায় স্মার্ট মিটার বসানো হয়েছে। এছাড়া সমস্ত কমার্শিয়াল কানেকশনের ক্ষেত্রেও স্মার্ট মিটার বসানো হচ্ছে। কেন্দ্র সরকারের নির্দেশ অনুসারে, সমগ্র দেশব্যাপী স্মার্ট মিটার পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা রাজ্যগুলিকে দেওয়া হয়েছে।
![]() |
image source: www.twitter.com/EESL_India |
স্মার্ট মিটার দুই রকমের হয় প্রি-পেইড স্মার্ট মিটার এবং পোষ্ট পেইড স্মার্ট মিটার। প্রি-পেইড স্মার্ট মিটারের ক্ষেত্রে আগে নিদিষ্ট অঙ্কের টাকা দিয়ে মিটার রিচার্জ করে বিদ্যুৎ ব্যাবহার করতে হয়। অন্যদিকে পোষ্ট পেইড স্মার্ট মিটারের ক্ষেত্রে বিদ্যুৎ ব্যাবহারের পরে প্রতি মাসে অথবা তিন মাস পরে বিল আসে।
স্মার্ট মিটারের মধ্যে একটি সিম কার্ড থাকে। যার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কের সাহায্যে স্মার্ট মিটারের সঙ্গে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থার (যেমন WBSEDCL,CESC) যোগাযোগ স্থাপন করা হয়ে থাকে। এর ফলে স্মার্ট মিটারে রিডিং নিতে কোনো কর্মী গ্রাহকের বাড়িতে আসবেন না।
যদি আপনার বাড়িতে প্রি-পেইড স্মার্ট মিটার বসানো হয়, তাহলে আপনাকে প্রি-পেইড মোবাইলের রিচার্জের মতই প্রি-পেইড স্মার্ট মিটারের জন্য অনলাইনে রিচার্জ করতে হবে। রিচার্জ করার পরেই স্মার্ট মিটার থেকে আপনার ঘরে বিদ্যুৎ সংযোগ চালু হবে। রিচার্জের পর যে ব্যালেন্স পাওয়া যাবে, বিদ্যুৎ ব্যাবহারের সঙ্গে সঙ্গে সেই ব্যালেন্স থেকে টাকা কাটতে থাকবে। ব্যালেন্স শেষ হয়ে গেলে আপনার ঘরে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাবে। তখন আপনাকে ঘরে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করার জন্য প্রি-পেইড মিটার রিচার্জ করতে হবে।
আসুন এবার জেনে নিই যে, যদি আপনি WBSEDCL এর প্রি-পেইড স্মার্ট মিটারের গ্রাহক হোন তাহলে কোথা থেকে রিচার্জ করবেন। সেক্ষেত্রে WBSEDCL এর গ্রাহকদের নীচের ওয়েবসাইটে গিয়ে আপনার মিটারের Serial Number ব্যাবহার করে রেজিষ্ট্রেশন করতে হবে।
WBSEDCL প্রি-পেইড মিটার রেজিষ্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করুন |
এই রেজিষ্টেশন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনি পুনরায় নীচের ওয়েবসাইটে গিয়ে আপনার username এবং password ব্যাবহার করে লগইন করবেন এবং তারপরে আপনি প্রি-পেইড মিটারের জন্য রিচার্জ করতে পারবেন
|
আপনি যদি প্রি-পেইড স্মার্ট মিটার আপনার বাড়িতে বসাতে চান, তাহলে স্মার্ট মিটার আপনার ঘরের মধ্যেই বসানোর চেষ্টা করবেন। কারণ এখানে স্মার্ট মিটারের রিডিং নিতে বিদ্যুৎ দপ্তর থেকে কাউকে পাঠাবে না। উপরন্ত আপনাকেই রিচার্জ এবং ব্যালেন্স দেখার জন্য মাঝে মাঝে দিনে বা রাতে স্মার্ট মিটারের অপশন বোতামগুলি ব্যাবহার করার দরকার পড়তে পারে।
WBSEDCL প্রি-পেইড স্মার্ট মিটারের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন
![]() |
image source: https://www.indiamart.com/proddetail |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন